সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়নের জন্জালী পাড়া গ্রামের জন্জালী পাড়া গ্যারেজ থেকে চর ধুবিল অঞ্চলিক সড়কের প্রায় ২০ হাজার টাকা মূল্যমানের গাছ কেটে বিক্রি করে দিয়েছে জন্জালী পাড়া এলাকার কানছিয়া প্রমানিকের ছেলে হাছেন প্রমানিক (৫০) ও মেনহাজ আলীর ছেলে সোহাগ আলী পিউর (৩৫) সরেজমিনে, গিয়ে দেখা যায় সোহাগ আলী পিউর ও হাছেন ঘুরকা ইউনিয়নের জগ্ননাথপুর মৌজার আঞ্চলিক কাচা রাস্তার পার্শের ২০ হাজার টাকা মূল্যমানের দুটি গাছ কেটে নেয়।
স্থানীয়রা ঘুরকা ইউনিয়ন ভূমি অফিসে খবর দিলে ভূমি কর্মকর্তা জেহাদুল ইসলাম সরকার গাছ কাটা বন্ধ করে দেয়। এ বিষয়ে অভিযুক্ত সোহাগ আলী পিউরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ঘুরকা ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা নায়েব জেহাদুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে গাছ জব্দ করা হয়েছে জরিপ করে যদি রাস্তায় পরে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।