গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো : আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে নেত্রকোনার মোহনগঞ্জে (মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাব) মানববন্ধন করেছে।

 রবিবার ১০ আগস্ট বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সদস্য ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিকস ও অনলাইন গন্যমধ্যম এর কর্মীরা অংশগ্রহণ করেন৷ ঘন্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সাথে সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন চেয়ে তা দ্রুত বাস্তববায়ন এর দাবি জানান। এসময় বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ , সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি গোলাম কিবরিয়া শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক সুশান্ত কুমার রয় সুমন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া তুষার, সম্মানিত সদস্য আতিকুর রহমান শামীম, আবু জায়েদ, প্রচার ও প্রকশনা সম্পাদক মো : মোজাহিদ হোসেন, মো: অয়ন মিয়া, মো: জিয়ান, আরমান আহমেদ মিল্টন, হামিম চৌধুরী, সাব্বির হোসেন মুন্না, প্রমুখ।