জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার অভিযুক্ত প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে র্যাব। শনিবার (১৭ জুন) সকালে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়। জানা যায়, ঢাকা থেকে আগত র্যাবের তিনটি দল বাবুকে তার চাচা মমতাজ আলীর বাড়ী থেকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা আরো দুজন ব্যাক্তিকেও আটক করে র্যাব। আসামীসহ র্যাবের টিম এখন ঢাকার পথে। উল্লেখ্য যে, জামালপুর অঞ্চলের অনেক মানুষ এখন দেবীগঞ্জ অঞ্চলে বসতি স্থাপন করেছে। সেকারণেই আসামী মাহমুদুল আলম বাবুর এই অঞ্চলে আশ্রয় পাওয়া সহজ ছিল।
চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পঞ্চগড় পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু র্যাব আটক করেছে, সেহেতু আনুষ্ঠানিকভাবে বিষয়টি তারাই জানাবেন। উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ করেন, সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালান।