রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০টার দিকে নগরের সাহেববাজার এলাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ মাসুদ লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে যান। বুধবার বাদ এশা সাহেববাজার বড় মসজিদে তার জানাযা শেষে কাদিরগঞ্জ গোরস্থানে দাফন করা হবে।

মোহাম্মদ মাসুদ বন্ধ হয়ে যাওয়া টেলিভিশন চ্যানেল সিএসবির রাজশাহীর ক্যামেরাপার্সন ছিলেন। পরবর্তীতে তিনি স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছিলেন। সোনালী সংবাদ ছাড়ার পর তিনি একটি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ করেছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে তানোর প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
  এক শোক বার্তায় তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল তানোর প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তারা শোকসম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।