ঢাকার গাজিপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য জনসমূক্ষে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও এই হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে জামালপুর প্রেসক্লাবেব আয়োজনে কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

মানবনন্ধনে কর্মসূচীতে জামালপুর  প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা বলেছেন,  বকসিগঞ্জে সাংবাদিক নাদিমসহ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের কঠিন বিচার হলে আজ এই নূসংশ হত্যাকান্ড সংঘটিত করার সাহস করতোনা খুনিরা৷ 
 সাধারন সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর,দৈনিক সচেতনকন্ঠ পত্রিকার সম্পাদক বজলুর রহমান,ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম, ঢাকার ঢাক  প্রতিনিধি সজল জামান,গাজী টিভি প্রতিনিধি আলী আকবর,এস টিভি প্রতিনিধি শামিম,মডেল প্রেসক্লাবের  সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি এম এ কা কাশেম,যুগ্ম-সাধারন সম্পাদক সুজাউদ্দৌলা সুজনসহ আরো অনেকে৷ 

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডকে জঘন্যতম ও নৃশংসতম হত্যাকান্ড হিসাবে উল্লেখ করে এই ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি স্পষ্ট নজীর হিসাবে তুলে ধরেন। 

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সাংবাদিকদের নির্ভয়ে কাজের পরিবেশ সৃষ্টি,  জীবনের নিরাপত্তা নিশ্চিত, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরন দান ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহনে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।