কিশোরগঞ্জ জেলা বিএনপি সিদ্ধান্তে হোসেনপুর উপজেলা বিএনপির আটজন নেতাকে সাইনিং পাওয়ার হয়। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে। সাইনিং পাওয়ার প্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (অব্যাহতি প্রাপ্ত), যুগ্ন আহ্বায়ক এড. মনজুরুল ইসলাম জুয়েল, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ন আহ্বায়ক মনিরুল হক রাজন, যুগ্ন আহবায়ক আবুল হাশিম সবুজ, যুগ্ন আহবায়ক এস এম মাহবুবুর রহমান। আহবায়ক জহিরুল ইসলাম মবিন এর নেতৃত্বে সদ্য সমাপ্ত সম্মেলনে ছয়টি ইউনিয়নে কাউন্সিলরদের ভোটে সভাপতি-সাধারণ সম্পাদক-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। মনগড়া কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। আহ্বায়ক মুবিন ও যুগ্ন আহবায়ক মঞ্জরুল ইসলাম জুয়েল কোর্টের মহুরি ও অযোগ্য ব্যক্তিদের ভিআইপি ভোটার বানিয়ে ছয়টি ইউনিয়নে তাদের মন মত নেতা নির্বাচিত করান কারচুপির মাধ্যমে। এনেহ কর্মকাণ্ডের প্রতিবাদে (৫ ফেব্রুয়ারি) আমরা পাঁচ যুগ্ন আহ্বায়কের যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে ছয়টি ইউনিয়নে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগ মুক্তি কামনায়। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি'র নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল হাসিম সবুজ। তিনি আরো বলেন, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ন আহ্বায়ক মনিরুল হক রাজন, যুগ্ন আহবায়ক এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত ছয়টি ইউনিয়নে ৭১ সদস্য বিশিষ্ট যে কমিটি দেওয়া হয়েছে তারাই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। জননেতা মির্জা আব্বাসের নাম ভাঙিয়ে আমরা কোন কমিটি দেয়নি। কমিটি দেয়া হয়েছে সাইনিং পাওয়ারের ক্ষমতা বলে। এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, আহবায়ক জহিরুল ইসলাম মবিন ও যুগ্ন আহবায়ক মঞ্জুরুল ইসলাম জুয়েল যে কমিটি দিয়েছেন আমরা অস্বীকার করি না। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি একটি বড় দল এখানে মতবিরোধ থাকতেই পারে। আমরা যে কমিটি দিয়েছি। মুবিন সাব, জুয়েল সাব, যে কমিটি দিয়েছে এব্যাপারে জালা বিএনপি তথা জাতীয় নেতৃবৃন্দ আছেন তারাই সুষ্ঠু সমাধান দেবেন। গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতিঊ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, মাহবুবুর রহমান, আবু বক্কর সিদ্দিক বাক্কার, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মালিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজ রানা, জিনারী ইউনিয়ন শাখার সভাপতি ফকরুল আলম খাঁন, আড়াইবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি আমিনুল হক। আরো উপস্থিত ছিলেন জেলা,উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও অসহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মী। ইফতার পূর্বক্ষণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।