রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে চাঁদের গাড়ি উল্টে চার পর্যটক আহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর একটার দিকে সাজেক হাউজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সাদা রঙ্গের জিপ (চট্ট মেট্রো-ন ১১৭৯৩০) ১২ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি ফেরার পথে পাহাড়ের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চার পর্যটক আহত হন। আহতদের সবাই ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।
তাদের মধ্যে জুবেদা বেগম (৬২) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) সাজেকে চাঁদের গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এক পর্যটকের মৃত্যু হয়। এছাড়াও গত দুইদিনে দুর্ঘটনার শিকার হয়েছেন কমপক্ষে ১০ জন। সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই বলেন, সাজেকে এখন পর্যটক ভরপুর তাই যানবাহনের চাপ বেশী থাকায় দুর্ঘটনা বেশি হচ্ছে। দুই-একদিনের মধ্যে এই চাপ কমে যাবে।