চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রসহ আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সময় সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গুলিবিনিময় ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে । এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ চার ব্যক্তি আহত হয়েছেন ।
এ সময় পুলিশ অস্ত্রসহ দিল মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন । আহতরা হলেন থানার পুলিশের উপপরিদর্শক উৎপল চক্রবর্তী , যোশেপ বাড়ে , খাগরিয়া ৪ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে মো . জাহেদ এবং একই এলাকার মৃত অছিউর রহমানের ছেলে শফিকুর রহমান । আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে ।
গত শুক্রবার ( ১৪ জুন ) রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন এবং একই এলাকার নাসির উদ্দিন ওরফে ফুল নাছিরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় । তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষকারীরা ঘটনাস্থল থেকে কিছুটা সরে যায় । এ সময় দেলোয়ারের সমর্থক দিল মোহাম্মদ ( ৫০ ) নামের একজনকে দেশে তৈরি একটি বন্দুক সহ ( এলজি ) পুলিশ গ্রেফতার করে ।
বিষয়টি দিল মোহাম্মদের সমর্থকেরা জানতে পেরে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষন করে । এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় । এ সময় উভয় পক্ষে অন্তত ৩০ রাউন্ডের মতো গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে জানা গেছে । একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের পাশেই একটি বাড়িতে আশ্রয় নেন । পরে খবর পেয়ে সাতকানিয়া ও চন্দনাইশ থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্রিত পুলিশ সদস্যদের মুক্ত করে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।