বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর সাতকানিয়া সরকারি কলেজের এক্স ক্যাডেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত হয় মিলনমেলা।সেই সাথে উৎসবমুখর শীতকালীন ক্যাম্প ও বার্ষিক পূণমির্লনী-২০২৫ সাতকানিয়া সরকারি কলেজ মাঠে সু-সম্পন্ন হয়েছে। এসময় উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মোহাম্মদ আশিকুর রহমান,এক্স ক্যাডেট এসোসিয়েশন এর উপদেষ্টা মোহাম্মদ আরিফ,এক্স ক্যাডেট এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ সেলিম আজাদ,এক্স ক্যাডেট মোহাম্মদ মহসিন,এক্স ক্যাডেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ আরো অসংখ্য এক্স ক্যাডেটবৃন্দ।সেই সাথে উক্ত অনুষ্ঠান-কে উৎসবমুখর করে তোলতে এক্স ক্যাডেটদের সাথে কাঁধ মিলিয়ে কাজ করেছেন রানিং ক্যাডেটবৃন্দ।বৃহস্পতিবার রাতে ক্যাম্প ফাইয়ার এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার পিটি এর মাধ্যমে শুরু হয় সকাল।পরবর্তী ধাপ অনুযায়ী নাস্তা,রান্না,খাওয়া-দাওয়া,ম্যাজিক্যাল চেয়ার (মহিলা),ক্রিকেট (এক্স ক্যাডেট বনাম বর্তমান ক্যাডেট),সাংস্কৃতিক (কবিতা,নাতে রাসূল,গান) সন্ধ্যার আয়োজন করা হয়।এরপর কবিতা,নাতে রাসূল,গান ও ম্যাজিক্যাল চেয়ারের বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।ক্রিকেট ম্যাচে এক্স ক্যাডেটরা বিজয় লাভ করে।উপদেষ্ঠা আরিফ বলেন, "খুব সুন্দর ও নিখুঁতভাবে অনুষ্ঠান আয়োজিত হয়,যা কল্পনার বাইরে।সামান্য কিছু ক্রটি ছিল।আশা করি ভবিষ্যৎ এ এই ক্রুটি কাটিয়ে ওঠবে"।এক্স ক্যাডেট সার্জেন্ট ফরহাদুর রেজা বলেন, " এইরকম মিলনমেলা বারবার হোক,সকল এক্স ক্যাডেট একসাথে হওয়া মানে এক অন্যরকম তৃপ্তি"।এক্স ক্যাডেট এসোসিয়েশন এর সভাপতি সেলিম আজাদ বলেন,"খুব সুন্দর মহতী উদ্যোগ।যার মাধ্যমে ঘটে যাওয়া বিএনসিসি জীবনের প্রদীপ নিজ চোখে দেখতে পায়।এই সখ্য যেন আজীবন অটুট থাকুক"।এক্স ক্যাডেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর মাধ্যমে অনুষ্ঠান সঞ্জালিত হয় এবং তার সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।