সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ হয়ে যাওয়া লিফটের ভিতর হতে এক বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ( ৯সেপ্টেম্বর) বেলা আনুমানিক ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।নিহতের নাম সৈয়দ আলী। সে সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। খোঁজ নিয়ে জানা যায়,নিহত সৈয়দ আলী গত বুধবার হতে  নিখোঁজ ছিলেন। নিখোঁজের ১ দিন আগে মঙ্গলবার বাড়ি হতে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সদর হাসপাতালে যান। সেখান থেকে ওষুধ কেনার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তার আর কোন খোঁজ মেলেনি। নিখোঁজের বিষয়ে সদর থানায় জিডি  করা হয় এবং বুধবার বিকালে  মাইকিংও করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডঃ কুদরাত-ই-খুদা জানান নিহতের লাশ কিভাবে লিফটের ভিতরে পড়ে আছে তারা তা জানেনা। রবিবার ছুটির দিন লিফটের যাত্রীরা দুর্গন্ধ পেয়ে তাদেরকে অবহিত করলে তারা তার  অর্ধগলিত লাশ দেখতে পান। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান,তদন্ত সাপেক্ষে সবকিছু বলা যাবে, তবে ধারণা করা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া লিফটে অসাবধানতাবশত পড়ে মারা যেতে পারে সৈয়দ আলী। নিহত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ ইতিমধ্যে মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।