সাতক্ষীরায় বার্ষিক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় সরকারি-কর্মকর্তা-কর্মচারীদের ৮ম ব্যাচে একদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল প্রমুখ।
এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রশিক্ষণ শুধু প্রশিক্ষণ নয় বরং প্রশিক্ষণ হচ্ছে প্রতিনিয়ত নিজেকে আরও উৎকষর্তার দিকে নিয়ে যাওয়া। সুতরাং প্রতিটি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে আরও আন্তরিক হতে হবে।a