প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবলমাত্র শারীরিক সক্ষমতা অর্জন করেন না, বরং তাদের মানসিক শক্তি ও নেতৃত্বের গুণাবলিও বিকশিত হয়।" শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দসহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, মুক্ত সাঁতার, চিত সাঁতার, প্রজাপতি সাঁতার, রিলে সাঁতার, বুক সাঁতার এবং কাবাডি খেলার আয়োজন করা হয়েছে।
সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক ও তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক
আবুল হাশেম মাস্টার, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দীন, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও সানন্দবাড়ি উচ্চ বিদ্যালয় এর সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব শামসুল হক, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ন সম্পাদক শহিদুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, বাবুল আক্তার প্রমূখ।
এছাড়াও চর আমখাওয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
দুইদিনব্যাপী খেলায় চরআমখাওয়া, হাতীভাঙ্গা, পাররামরামপুর, ডাংধরা ইউনিয়ন এর সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করবে।
আগামীকাল (৮ অক্টোবর) কাবাডি খেলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োাজক সূত্রে জানা গেছে।