বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুর থেকে সেচপাম্প, মাছ ও গাছের কলা চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরে ছোট মালশন গ্রামের এনামুল হকের ছেলে মাছচাষী নাদিম সরদার বাদী হয়ে সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের সিদ্দিক সরদার, মোস্তফা সরদার ও অজ্ঞাত আরো এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগটি করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় সাত মাস আগে সান্তাহার সাইলোর দক্ষিণ পাশের প্রাচীর ঘেঁষে ১২২ শতাংশের দুইটি পুকুর নিয়ে নাদিম সরদার মাছ চাষ শুরু করেন। কিন্তু গত পাঁচ মাস থেকে তার পুকুরের ৩-৪ লাখ টাকার মাছ, দুটি সেচপাম্প ও পুকুরের পাড়ে লাগানো ৩৫০-৪০০টি গাছ থেকে প্রায় এক লাখ টাকার কলা চুরি হয়। গত ৩ এপ্রিল দিনদুপুরে তার পুকুর থেকে ফের দুই ব্যক্তি মোটরসাইকেলে সেচপাম্প চুরি করে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানিয় এক ব্যক্তির সিসি ক্যামেরায় ধরা পড়ে। ক্যামেরায় দেখা যাচ্ছিলো মোস্তফা সরদার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আর অজ্ঞাত এক ব্যক্তি পিছনে বসে চুরি করা সেচপাম্পের মোটর কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন। এরপর মঙ্গলবার দুপুরে নাদিম সরদার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।