একটি ভিডিওতে দেখা গেল স্ট্রেচিং করার পর একে-অপরের দিকে তাকিয়ে হাসেন সুস্মিতা আর রোহমান। তার পর একে-অপরকে হাই ফাইভ দেন।

সুস্মিতা সেন মাসখানেক আগে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর অ্যাঞ্জিওপ্লাস্টির ধকল কাটিয়ে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন এ বলিউড নায়িকা। আর এই লড়াইয়ে পাশে পেয়েছেন একসময়ের ভালোবাসার মানুষ রোহমান শলকে। এ কারণে সাবেক প্রেমিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা—এই গুঞ্জন এখন মানুষের মুখে মুখে। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শরীরচর্চার কিছু ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।

যাতে দেখা পাওয়া গেল সাবেক প্রেমিকেরও। একটি ভিডিওতে দেখা গেল স্ট্রেচিং করার পর একে-অপরের দিকে তাকিয়ে হাসেন সুস্মিতা আর রোহমান। তার পর একে-অপরকে হাই ফাইভ দেন। আরেকটি ক্লিপে রোহমান আর সুস্মিতার সঙ্গে যোগ দেন আলিশাও। ভিডিওর ক্যাপশনে লেখেন— ‘ইচ্ছাশক্তি একমাত্র উপায়। শরীরচর্চার অনুমতি পেয়েছি। আমি শিগগিরই জয়পুরে ‘আরিয়া’-র জন্য শুটিং করতে রওনা হচ্ছি। এখানে আমার প্রিয়জনরা আছেন, আমাকে সঙ্গ দিচ্ছেন এবং আমাকে নিজের স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করছেন।

চুম্বন আলিশা সোনা ও রোহমন।’’ অভিনেত্রীর অভিব্যক্তির পাল্টা উত্তরে রোহামন লেখেন, ‘ধন্যবাদ আমার শিক্ষক।’  প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছিল সুস্মিতা-রোহমানের প্রেম কাহিনি। ২০২২-এর শেষে ইনস্টাগ্রামেই বিচ্ছেদের ঘোষণা দেন সুস্মিতা। সেই সময় অভিনেত্রী লিখেছিলেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনো বন্ধুই আছি। সম্পর্ক অনেক দিন চলল… ভালোবাসা এখনো আছে।’