সাভারের উপজেলার  বিরুলিয়া ইউনিয়নে সন্ত্রাসী উপায়ে মারধোর এর অভিযোগ উঠেছে স্থানীয় অটোচালক জহির ও আলামিন এর উপর। পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এক অটো রিকশা চালককে মারাত্মক ভাবে জখম করে অপর এক ইজি অটোরিকশা চালকসহ বেশ কয়েকজন।পরবর্তী গুরতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

১৩ মার্চ  সাভারের বিরুলিয়ায় এই মারপিটের ঘটনা ঘটে। জানা যায় ভুক্তভোগী অটো চালক  অটো রিকশা নিয়ে আকরাইন বাজারে দুজন যাত্রী উঠালে আসামি ইজি অটোরিকশা চালক জহির,আলামিন সহ  বেশ কয়েকজন তাকে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির কথা বলে গ্রামের ভিতর নিয়ে সন্ত্রাসী স্টাইলে মারধোর করে। এ ঘটনায় ভুক্তভোগী রনি সাভার মডেল থানায় দুইজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিরুলিয়া পুলিশ ফাড়ির এ,এস,আই মো. ওবায়দুল জানান বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।