পরিবেশ দুষণের অভিযোগে সাভারের বলিয়ারপুর এলাকায় অবৈধ ৮টি ব্যাটারি কারখানা ও দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ দুষণের অভিযোগে সাভারের বলিয়ারপুর এলাকায় অবৈধ ৮টি ব্যাটারি কারখানা ও দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এসময় ব্যাটারি তৈরির কারখানা সংশ্লিষ্ট তিনজন ও ইটভাটা সংশ্লিষ্ট একজনকে আর্থিক দণ্ডসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয় মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার জানান, সাভারে অবৈধ ইটভাটাসহ ব্যাটারি ও টায়ার কারখানাগুলো পরিবেশের জন্য খুবই ভয়ঙ্কর। তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে কারখানাগুলো বন্ধের আহ্বান জানান। তা না হলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।এসময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল নূর ও আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তারসহ সাভার মডেল থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।