সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে মাস্টাররোলে কর্মরত কর্মচারীরা ২০২৫ সালের নীতিমালা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে। দ্রুততম সময়ের মধ্যে দাবি মেনে না নেয়া হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন তারা।

বৃহস্পতিবার সকালে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভিতরে মাস্টাররোলে কর্মরত কর্মচারীরা এই বিক্ষোভ করেন। 
বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে আন্দোলনকারীরা দাবি করেন, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন (দপ্তর/খামার) সরকারি কাজে নিয়োজিত মাস্টাররোলে কর্মরত শ্রমিকদের জন্য নতুন নীতিমালা করা হয়েছে। ২০২৫ সালের নতুন নীতিমালা অনুযায়ী মাস্টাররোলে কর্মরতদের সুযোগ-সুবিধা কমানো হয়েছে, যা ২০১৮ সালের নীতিমালাতে বেশী ছিল। এজন্য আন্দোলনকারীরা নতুন নীতিমালা বাতিল করে ২০১৮ সালের নীতিমালা বলবৎ রাখার দাবি জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দেন তারা। 
এদিকে, সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ বলছে, উদ্ধুদ্ধ পরিস্থিতি নিয়ে উর্ধতনদের সাথে যোগাযোগ করা হচ্ছে, দ্রুতই বিষয়টি সমাধানের আশা তাদের।