সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক বাসযাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের সাভার নিউ মার্কেটের সামনে দূরপ্লালার ঢাকাগামী বাস থেকে এক যাত্রী নামলে ছিনতাইকারীর কবলে পরে নিহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানাগেছে, ভোরে গাড়ি থেকে নামার পর কয়েকজন ছিনতাইকারী তাকে গতিরোধ করে ছিনতায়ের একপর্যায়ে ছুরিকাঘাত করে। নিহতের হাতে এবং পায়ের রানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সাথে কালো রংএর একটি সাইট ব্যাগ ছিল। সাথে জাতীয় পরিচয় পত্রে অস্পস্ট একটি কপি রয়েছে এর থেকে ধারনা তার নাম আসাদুজ্জামান (৩৮) পিতা আবু বক্কর। বাড়ী রংপুর জেলার তারাগঞ্জ থানা এলাকায় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়ের মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানার এসআই মাহবুব কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সামনে, বিশমাইল ঢালে সাভার বাসস্ট্যান্ড রাজালাখ ফার্মের সামনে, হেমায়েতপুরসহ বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত ছিনতাই হওয়ার খবর পাওয়া যাচ্ছে।