প্রতি বছরের ন্যায় এবারও সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে (১৮ই মার্চ ) মঙ্গলবার বিকালে হবিগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে স্বপ্ন সোসাইটির উদ্যোগে শতাধিক হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

স্বপ্ন সোসাইটি এর ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ তাহমিদ ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন সিয়ামের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, হবিগঞ্জ ব্যাবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সভাপতি মোহাম্মদ শামছুল হুদা, হবিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর হেলাল আহমদ টিপু , হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ , ইতালি প্রবাসী সমাজ সেবক  শাহ্ মোস্তাফিজুর রহমান অপু।

সভাপতির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ তাহমিদ ইসলাম বলেন আমাদের প্রতিবছরের ইফতারের আয়োজন যাদের প্রচেষ্টায়, পরামর্শে, অর্থনৈতিক সহযোগিতায় হয় তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে প্রবাসীরা আমাদেরকে অনেক সহযোগিতা করেন। সবার সহযোগিতা পেলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আফছার, সহ-সভাপতি মাহবুব সোহান, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন,অর্থ সম্পাদক মাহিদ জামান সৌরভ,ধর্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈয়দ সহিদুল আরেফিন প্রমুখ।