ঢাকা ও চট্টগ্রামে সংঘটিত চাঞ্চল্যকর দুই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে মূল আসামিদের গ্রেফতার করেছে র‌্যাব।

ঢাকা ও চট্টগ্রামে সংঘটিত চাঞ্চল্যকর দুই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে মূল আসামিদের গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে ইট দিয়ে হত্যার ঘটনায় কেরানীগঞ্জ থেকে দুই আসামি—আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনির (৩২)—কে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রামে স্ত্রীকে কুপিয়ে ১১ খণ্ড করে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী মো. সুমন (৩৫) কে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, দেশের বিভিন্ন স্থানে অপরাধ দমনে চলমান অভিযানে সম্প্রতি নারী ও শিশু নির্যাতন, অপহরণ, মাদক, প্রতারণা ও অস্ত্র মামলায় শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব মহাপরিচালক বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও জনসুরক্ষায় র‌্যাব নিরলসভাবে কাজ করছে।”