মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন, মৎস্য ও প্রানি সম্পদ দপ্তরের বিশ্বব্যাংক কর্তৃক পরিচালিত "সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেট -৩, সারা বাংলাদেশে নিয়োজিত ৩৯১ জন কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী স্হায়ী (রাজস্বকরনের ) দাবীতে মৎস্য অধিদপ্তর, রমনায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেট-৩ এর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দরা বিশেষ করে (তথৎ সংগ্রহকারীরা)শান্তি পূর্ণ ভাবে চাকুরী রাজস্ব করনের দাবীতে গতকাল বুধবার সকাল ১০.০০ টা হতে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচি পালন করেন।
তাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে তৎক্ষনিক ভাবে স্বাধুবাদ জানান মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয় এর আওতাধীন, "সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেট -৩" এর সম্মানিত (পিডি)জনাব-জিয়া হায়দার চৌধুরী স্যার দ্রুত বিষয় টি আমলে নেন এবং অবস্থান কর্মসূচির "সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেট-৩" এ নিয়োজিত সারা বাংলাদেশের উক্ত প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সুখ-দুঃখের সকল বিষয়ের দীর্ঘ ২ ঘন্টা সময় অবস্থান কর্মসূচিরদের ০৪ সদস্যর সমন্বয়কদের সাথে ,মত বিনিময় ও আলাপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আর ও উপস্হিত ছিলেন সারা বাংলাদেশের মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয়ের, মৎস্য অধিদপ্তরের সম্মানিত (মহাপরিচালক), জনাব -মোঃ জিল্লুর রহমান স্যার (চলতি দায়িত্ব), এছাড়া ও উপস্হিত ছিলেন উক্ত মন্ত্রণালয়ের এ্যাডমিন (প্রশাসক)সহ মৎস্য ও প্রানি সম্পদ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমন্বয় দের সাথে আলাপ আলোচনার পর "সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেট -৩" এর সম্মানিত (পিডি)জনাব -জিয়া হায়দার চৌধুরী স্যারের আন্তরিক সহযোগিতায় উক্ত মৎস্য ও প্রানি সম্পদ অধিদপ্তরের উপস্থিত মহাপরিচালক স্যার সহ উক্ত দপ্তরের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একমত পোষণ করলে উক্ত প্রকল্পের পিডি -জনাব জিয়া হায়দার চৌধুরী স্যার
"সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেট -৩" এর তথ্য সংগ্রহকারী সহ- ৩৯১ জন (বিভিন্ন ক্যাটাগরিতে) কর্মকর্তা ও কর্মচারীদের স্হায়ী রাজস্ব করনের পক্ষে সুপারিশ করে মৎস্য অধিদপ্তরের সম্মানিত এ্যাডমিন স্যার কাছে হস্তান্তর করলে সম্মানিত এ্যাডমিন স্যার ও উক্ত স্মারকলিপিতে প্রকল্পটি (স্হায়ী) ও রাজস্ব করনের জন্য সুপারিশ করেন। এবং তা চূড়ান্ত ভাবে সুপারিশ করার জন্য নিজ হাতে মৎস্য ও প্রানি সম্পদ অধিদপ্তরের সম্মানিত (ডিজি)মহাপরিচালক, জনাব-মোঃজিল্লুর রহমান স্যারের কাছে সুপারিশ করার জন্য সৎ ইচ্ছা ব্যক্ত করেন এবং তার আন্তরিক সহযোগিতা কামনা করছেন। অধিদপ্তরের সরকারি দায়িত্ব পালন কালের সংকীর্ণতা এবং উক্ত মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে উক্ত প্রকল্পটির ব্যাপারে একান্ত মত বিনিময়ের জন্য সম্মানিত
উক্ত দপ্তরের ডিজি জনাব -জিল্লুর রহমান স্যার উক্ত "সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেট -৩" এর সমন্বয় সহ উক্ত প্রকল্পের (পিডি) জনাব-জিয়া হায়দার চৌধুরী, উক্ত অধিদপ্তরের প্রশাসক সহ উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে ০২ দিনের সময় নেন, তবে তিনি "সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেট -৩" এর আওতাধীন (৩৯১) জন্য কর্মকর্তা ও কর্মচারীদের হতাশ হবার কিছু নেই,এবং তিনি আর ও বলেন আগামী রবিবার তিনি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় করে চূড়ান্ত স্মারকলিপিতে সুপারিশ করে "সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেট -৩ "কে মন্ত্রণালয়ের (মহাসচিব) স্যারকে উক্ত প্রকল্পকে স্হায়ীকরন রাজস্বে স্হানান্তর করার জন্য চূড়ান্ত অনুমোদন ও গেজেট আকারে প্রকাশ করার জন্য অনুরোধ করবেন বলে "সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেট -৩"এর কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়কদের একান্ত আলাপ চারিতায় মাধ্যমে আসস্ত করেন।
এবং তিনি নিজে ও শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি পালনকারীদের স্বাধুবাদ জানান। মৎস্য ও প্রানি সম্পদ অধিদপ্তরের সম্মানিত ডিজি মহাপরিচালক স্যার জনাব-মোঃ জিল্লুর রহমান স্যারের আন্তরিকতায় মুগ্ধ হয়ে, উক্ত "সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প কম্পোনেট -৩" এর সমন্বয়রা উক্ত অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহনকারী কর্মকর্তা ও কর্মচারীদের আপাতত ধৈর্য ও বিনয়ের সহিত আগামী ২৫/০৮/২০২৪ ইং তারিখ রোজ রবিবার বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত দেশের দুর্যোগ কালীন দিকের বিবেচনা করে শান্ত ও সুষ্ঠ ভাবে কর্মস্থলে ফিরে যাবার জন্য অনুরোধ করেন, এবং তারা তাদের অবস্থান কর্মসূচি প্রাথমিক ভাবে প্রত্যাখ্যান করেন, এবং অধিদপ্তর থেকে শান্তি পূর্ণ ভাবে কর্মস্থলে ফিরে আসেন।