ফুটবল খেলা নিয়ে তর্কবিতর্কে নাটোরের সিংড়ায় নাহিদ হোসেন (৯) নামের এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়েছে হত্যার অভিযোগ উঠেছে পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দেড়টার সিংড়ায় উপজেলা বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। নিহত শিক্ষার্থী বড়গাঁও গ্রামের কৃষক হাফিজুল ইসলামের ছেলে।
আর অভিযুক্ত দুই শিক্ষার্থী নাম রাব্বিও তৌফিক। তারা একই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রহিদুল ইসলাম রঞ্জু জানান, সোমবার টিফিন পিরিয়ডে প্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থীরা খেলা ধুলা করছিল। হঠাৎ ফুটবল খেলা কে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নাহিদ হোসেনের সাথে পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থী রাব্বি ও তৌফিক এর তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে তাদের কিল ঘুসিতে শিক্ষার্থী নাহিদ হোসেনের মৃত্যু হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ বলেন, টিফিন পিরিয়ডে খেলাধুলার সময় শিক্ষার্থীদের মারামারিতে এই ঘটনা ঘটেছে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।