বাংলা নববর্ষ ১৪৩২-এ নতুন প্রত্যাশা আর শৃঙ্খলার বার্তা নিয়ে যাত্রা শুরু করল নরসিংদী পৌর এলাকার সিএনজি ও অটোবাইক স্ট্যান্ডগুলো। পৌরসভার উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় চলতি অর্থবছরের জন্য এসব স্ট্যান্ড ইজারা পেয়েছেন শহরের স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসাইন।
পৌরসভার সূত্র জানায়, ইজারাকৃত স্ট্যান্ডগুলোর জন্য সর্বমোট দর নির্ধারিত হয়েছে ২৫ লাখ ২০ হাজার টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে ১৫% ভ্যাট বাবদ ৩ লাখ ১৫ হাজার এবং ৫% আয়কর বাবদ ১ লাখ ৫ হাজার টাকা—যা ইতোমধ্যেই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ইজারার আনুষ্ঠানিক অনুমোদনপত্র পাঠানো হয়েছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে।
এই ইজারার আওতায় যে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডগুলো রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে আরশিনগর সিএনজি স্ট্যান্ড, শিক্ষা চত্বর, ভেলানগর নতুন বাসস্ট্যান্ড, পুরান বাসস্ট্যান্ড, শাপলা চত্বর, রজনীগন্ধা চত্বরসহ পৌরসভার অনুমোদিত অন্যান্য স্ট্যান্ড।
নতুন ইজারাদার আলমগীর হোসাইন বলেন, “পৌরসভার নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই টোল আদায় করা হবে। কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আমরা যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন স্ট্যান্ড নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।”
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সঠিক তদারকি ও নীতিমালানুযায়ী পরিচালিত হলে এই নতুন ব্যবস্থাপনা গণপরিবহন ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে। শহরজুড়ে স্ট্যান্ডগুলোতে ফিরে আসবে শৃঙ্খলা, যাত্রীরা পাবে নিরাপদ ও আরামদায়ক সেবা।
পৌরসভা বলছে, এই স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ইজারা প্রক্রিয়া স্থানীয় সরকার ব্যবস্থার একটি ইতিবাচক দৃষ্টান্ত, যা ভবিষ্যতের জনবান্ধব পরিবহন ব্যবস্থাপনার পথ সুগম করবে।