নোয়াখালী সুবর্ণচরে ঘুর্ণিঝড় প্রস্ততি কর্মসুচী (সিপিপি)  কর্মীদের মাঝে জরুরী দুর্যোগ মোকাবেলাকালীন প্রয়োজনীয় উপকরণ, যন্রপাতি ও  পরিচয় পত্র প্রদান করা হয়েছে। গতকাল ১৩ ই মার্চ (সোমবার)  চরজব্বর ইউনিয়নের আব্দুল্যাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মীদের মাঝে এসব বিতরণ করেন জেলা প্রসাশক দেওয়ান মাহবুবুর রহমান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ব বিদ্যা, সহকারি কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, সিপিপি নোয়াখালী জেলার উপ পরিচালক রুহুল আমিন,চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান  এডভোকেট ওমর ফারুক, সিপিপি সুবর্ণচর উপজেলা টিম লিডার আব্দুর রব, ইউনিয়ন টিম লিডার আজিজ উল্যাহ সহ স্থানীয়  ব্যাক্তিবর্গ।

জেলা প্রসাশক দেওয়ান মাহবুবুর রহমান তার  সংক্ষিপ্ত  বক্তব্যে ঘুর্ণিঝড় প্রস্ততি কর্মসুচী নিয়ে সরকারের সদিচ্ছা এবং সহায়তার কথা উল্লেখ করে বলেন সরকারের সঠিক সময়ে সঠিক পদক্ষেপের কারণেই বিগত দিনে উপকুলীয় অঞ্চলে ঘুর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা কমে এসেছে। তিনি বলেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে আমরা অধিক হারে ক্ষতির শিকার।  তিনি জলবায়ু  পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্বের অপরিকল্পিত শিল্প প্রসারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর আন্দোলন ও আহবানের কথা উল্লেখ করেন। উল্লেখ্য ঘুর্ণিঝড় প্রস্ততি কর্মসুচী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসুচী। এই প্রোগ্রামটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।