সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা চত্বরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল এ অংশ নেয় এলাকার স্থানীয় প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ সমূহের ছাত্র ছাত্রী, শিক্ষক বৃন্দ সহ সাধারণ জনগণ । মিছিলটি ধানগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়ায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা সহকারী কমিশনার ও ভূমি অফিসার আফিফান নজমু, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ,ফয়সাল আহমেদসহ অন্যরা।বক্তারা রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের হাতে আহত ও দেশের বিভিন্ন স্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ছাত্র জনতার ওপর গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।