সোমবার (১৮ আগস্ট২০২৫) সকালে কালেক্টরেট ভবনের সামনে আকাশে রং-বেরঙের বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কালেক্টরেট ভবন চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃ হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তাগণ সহ জেলার প্রান্তিক মৎস্যজীবিরা অংশ নেন।
পরে কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা,ভিডিও চিত্র প্রদর্শণ ও সম্মাননা সনদসহ ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মৎস ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এর চাহিদা অনেক। এখানকার উৎপাদিত মৎস এই জেলার মানুষদের চাহিদা মিটিয়েও বেশী থাকে। তিনি বলেন,চলনবিলের পানি প্রবাহ বন্ধ করা যাবে না,বদ্ধ জলাশয় বাড়ানো যাবে না,চলন বিল নষ্ট হলে দেশীয় মাছের আকাল দেখা দিবে। কারেন্ট জাল ব্যবহারে সর্তক থাকতে হবে, সবাই এক সাথে কাজ করে খাবারের উপযোগী মৎসচাষ করে মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ' অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি' তা সফল করতে হবে।
আলোচনা সভার সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান তাঁর স্বাগত বক্তব্যে বলেন,
যমুনা নদী, চলনবিল, জয়সাগর,নিমগাছী মৎসচাষ প্রকল্পের আওতায় অপার সম্ভাবনার জন্য সিরাজগঞ্জ জেলা আজ মৎস সম্পদে সমৃদ্ধ। জেলায় মোট মাছের উৎপাদন ৭৫ হাজার ৮৫৯ মে.টন যা চাহিদার তুলনায় ২ হাজার ৩২৬ মে.টন বেশি। জেলার এই মৎস সম্পদের সংরক্ষণ,উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির জন্যেই জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে এই জেলায় সাতদিন ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃহাফিজুর রহমান। জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবী খান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,প্রবীণ মৎসজীবী আব্দুস সাত্তার মোল্লা,জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক মনিরুজ্জামান বাবু,সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলমাস হোসেন,সদস্য সচিব নুরুল ইসলাম নুরু, প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তাগণ উন্মুক্ত জলাশয়ের দেশী মাছ উৎপাদনে মনোনিবেশ করার আহবান জানান। বিশেষ করে চায়না দুয়ারী জাল ব্যবহার করে পোনা মাছ ও মাছের ডিম বিনাশ করা হচ্ছে। যা সুস্বাদু মাছ উৎপাদন কমে যাচ্ছে। যা উদ্বেগের বিষয়। বক্তাগণ চলনবিল রক্ষার আহবান জানান। এ ছাড়া মাছের খাদ্যগুণ সঠিক রাখার জন্য অবৈধ কেমিক্যাল ও অখাদ্য ফিড ব্যবহার না করার আহবান জানান। আগামী দিনে বাংলাদেশের মাছের চাহদা পূরণে সিরাজগঞ্জকে বিশেষ ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য মৎস্যজীবিদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।