সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-রাজঃ ৮১৫ এর নিউ ঢাকা রোডস্থ ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সাধারণ নির্বাচন ২০২৫ অনুষ্ঠানের লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।


‎আজ (১২ আগষ্ট ২০২৫ ইং) মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজনে সংগঠনের সভাপতি মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

‎বিশেষ সাধারণ সভা অনুষ্ঠানে জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শামসুল আলম,আকমাল হোসেন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেন,খন্দকার দিদার আলম, আব্দুল মালেক, মোকাদ্দেস আলী মক্কা,সোবাহান আলী,ফারুক সেখ, এম,এ,ওয়াহাব, মাসুদ রানা, শহিদুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাবেক নেতৃবৃন্দ এবং  সকল সদস্যদের উপস্থিত সর্বসম্মতিক্রমে সংগঠনের মেয়াদ উত্তির্ন হওয়ায় সুষ্ঠ ও সুন্দর পরিবেশ সকল সদস্যদের অংশ গ্রহণে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-রাজঃ ৮১৫ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে সংগঠনের সাবেক সভাপতি মোঃ শামসুল আলমকে আহবায়ক,আবু তাহের, কামাল হোসেন,আব্দুল হাকিম,রহিজ উদ্দিন,আব্দুল মালেক,জুয়েল হোসেন,কছিম উদ্দিন ও আব্দুস সালামকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।