সিরাজগঞ্জের কোল ঘেষে উন্মত্তা যমুনা নদী।স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী মনের আনন্দে কৌতুহল বসত: সাঁতার কাটতে গিয়ে একের পর এক প্রাণ হারাচ্ছে।

সিরাজগঞ্জের কোল ঘেষে  উন্মত্তা যমুনা নদী।স্কুল কলেজ পড়ুয়া ছাত্র  ছাত্রী মনের আনন্দে কৌতুহল বসত: সাঁতার কাটতে গিয়ে একের পর এক প্রাণ হারাচ্ছে। সাঁতার না জানা এসব ছাত্র  ছাত্রীকে সাঁতার শেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়া দরকার। এটা উপলব্ধি করে সিরাজগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে  ১৪/১১/২০২৪শহরের কুটুম বাড়ি রোডস্থ পদ্মপুকুর গেটে বর্ণাঢ্য মানব বন্ধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন শহরের প্রাণ কেন্দ্র পদ্মপুকুর, রেল স্টেশন এর সামনের পুকুর, সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুকুর, কে প্রশিক্ষণ উপযোগী করে গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে। স্কুল,কলেজ  পড়ুয়া ছাত্র-ছাত্রী কে প্রশিক্ষণের মাধ্যমে সাঁতার শেখানো হলে তারা আর কখনো পানিতে ডুবে  মারা যাবে না,এমনটাই প্রত্যাশা করেছেন তিনি। এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি হারুন অর রশিদ খান হাসান সহ রাজনীতি ব্যক্তিবর্গ, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষাগণ, এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।