মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রস্তাবিত জৈনসার লাইব্রেরির স্থান নির্ধারণ ও পরিদর্শনে আসেন সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। বুধবার (১৯ মার্চ) বেলা তিন ঘটিকায় জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে তিনি প্রস্তাবিত জৈনসার লাইব্রেরির জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে আসেন।
এ সময় তাকে স্বাগত জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন ও জৈনসারের সামাজিক উন্নয়ন সংগঠন 'মহৎ কাজে আমরা সবাই' এর সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন জৈনসার গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, লাইব্রেরি স্থাপনে আমরা আপনাদের সহযোগিতা করবো, তবে আপনাদের গাছ কাটা রোধ করতে হবে। সবুজ প্রকৃতি রক্ষা করতে হবে।
উল্লেখ্য, জৈনসারে অনলাইনভিত্তিক সামাজিক সংগঠন 'মহৎ কাজে আমরা সবাই' এর ধারাবাহিক কাজের অংশ হিসাবে ও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে জৈনসার গ্রামে একটি সমৃদ্ধ লাইব্রেরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।