সিলেটে গেল স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বর্তমান সময়ে শীতবস্ত্র প্রয়োজন। বন্যায় তাদের ঘরের থালা-বাসন, আসবাবপত্র,কাপড়-চোপড় সহ শীতবস্ত্র ইত্যাদি পানিতে ভেসে যায়। যদিও বন্যার পানি কমে গেছে তবুও বন্যার্ত মানুষের মধ্যে হাহাকারের কমতি নেই । এখনো অনেকে ই তাদের ঘর মেরামত করতে পারেন নাই। অন্যদিকে সরকারি অনুদান, বিভিন্ন সংস্থা এবং ধনাঢ্য ব্যক্তিদের থেকে থেকে পাওয়া টাকা দিয়ে ঘর মেরামত করে সেই ঘরে তাদের পরিবার নিয়ে বর্তমানে এই শীতের সময় থাকতে খুবই কষ্ট হচ্ছে। কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর,গোয়াইনঘাট, কানাইঘাট,জকিগঞ্জ, সিলেট সদর উপজেলা সহ সিলেটের বেশিরভাগ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ হয়। যার দরুন ঐ এলাকায় শিতবস্ত্র  প্রয়োজন। বন্যায় যারা এগিয়ে আসছিলেন তাদের পাশাপাশি ধনাঢ্য  ব্যক্তি এবং জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান করছি।