সোমবার (১১ আগস্ট) বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে গলায় ওড়না পেঁচানো এবং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নিজ শয়নকক্ষ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।


উক্ত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিক আহমেদ জানান, নিজের স্ত্রীর সাথে বিরোধের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহত যুবকের নাম রুবেল আহমদ (২৮)। পেশায় সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভার রুবেল আহমদ উপজেলার মাইজগ্রাম নিবাসী জনাব হাজী আজিজুর রহমান এর পুত্র।

এলাকাবাসী তাঁর মৃত্যুর রহস্য উদঘাটনে প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করব। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।