সিলেট সিটি কর্পোরেশন তৃতীয়বারের মতো এবারো আয় ও ব্যয় সমপরিমাণ দেখিয়ে ১০৪০ কোটি ২০ লক্ষ টাকার এই বাজেট প্রনয়ণ করেছে । বাজেটে হোল্ডিং ট্যাক্স থেকে ৪৫ কোটি ২ লক্ষ ২৮ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ১৬ কোটি টাকা, পেশা ব্যবসার ওপর কর ৮ কোটি ৫০ পঞ্চাশ লক্ষ টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ ৪ কোটি ৫০ হাজার টাকা, পানির সংযোগের মাসিক চার্জ বাবদ ৬ কোটি ৫০ লক্ষ টাকাসহ বিভিন্ন খাতে সর্বমোট ১০১ কোটি ১০ লক্ষ ৫০ হাজার টাকা সিসিকের উল্লেখযোগ্য প্রাক্কলিত আয় ধরা হয়েছে।
বাজেটে উল্লেখযোগ্য ব্যয়ের খাত হিসেবে মহানগরীর জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প উল্লেখ করা হয়েছে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৪৮০ কোটি টাকা। এছাড়া রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি টাকারও বেশি। মেয়র আরিফ তার বক্তব্যে উল্লেখ করেন, নাগরিকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করাই এই বাজেটের মুল লক্ষ্য।