সুনামগঞ্জের সীমান্ত এলাকা দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা হতে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাগানবাড়ী বিওপির বিশেষ টহল দল কর্তৃক ২ জন মানব পাচারকারী এবং ৪ জন পাচার হওয়া বাংলাদেশী নাগরিককে আটক করে।
বুধবার (২ জুলাই ) দুপুরে চৌকস বিজিবি টহল দল তাদেরকে আটক করে।
বিজিবি জানায়,
আটককৃত ২ জন বাংলাদেশী মানব পাচারকারী হলেন, উপজেলার ইদুকোনা গ্রামের আবুল হোসেন এর ছেলে মো. ইমন হোসেন (২২) এবং একই গ্রামের আব্দুল মালিক এর ছেলে মো. আবুল হোসেন (৫৫)।
৪ জন পাচার হওয়া ব্যক্তিগণ হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হাজরাকান্দি গ্রামের মৃত সাইদুর রহমান এর ছেলে মো. শাহিন মিয়া (৩০), মৃত জাফর উল্লার ছেলে মো. নজরুল ইসলাম (৪০), কুটি মীর এর ছেলে মো. লিটন মীর (৫০) এবং মৃত মজিদ মোড়ল এর ছেলে মো. নুর ইসলাম মোড়ল (২০)।
এরমধ্যে সাইদুর রহমান এর ছেলে মো. শাহিন মিয়া
পূর্বেই ভারতে গমন করে এবং বাংলাদেশে এসে বর্ণিত ৩ জন ব্যক্তিদেরকে ভারতে নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে একত্রিত হয়। এছাড়াও ১ জন মানব পাচারকারী মো: আরমান হোসেন পালিয়ে যায়।
আটককৃত মানব পাচারকারীরা টাকার বিনিময়ে বাংলাদেশ হতে ভারতীয় দালালের নিকট মানব পাচার করে থাকে। উল্লেখ্য, আটককৃত পাচার হওয়া ব্যক্তিদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে এবং তারা প্রায় সময় কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গমন করে ৩-৪ মাস কাজ করার পর পুনরায় বাংলাদেশ ফেরত আসে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন,
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।