পাবনার সুজানগরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবক সুজানগর পৌরসভার গবড়েপাড়া গ্রামের বাসিন্দা মো. আন্টু খাঁ ছেলে মো. নয়ন খাঁ বর্তমানে পলাতক রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সুজানগর পৌরসভার কারিগরপাড়া গবড়েপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ তার বাড়ির আঙিনায় গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় নয়ন খাঁ তার বাড়িতে প্রবেশ করে এক গ্লাস পানি চায়। বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাকে পানি দিলে, সে হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে ঘরের ভেতরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী গৃহবধূ চিৎকার করলে অভিযুক্ত নয়ন খাঁ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গৃহবধূর স্বামী থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবর রহমান জানান, গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।