পাবনার সুজানগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে কৃষি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপসহকারী কৃষি অফিসার পার্থ প্রতিম রায় ও সাইদুল ইসলাম। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এর মধ্যে ৪০০ জন কৃষক পেয়েছেন মুগ বীজ, ডিএপি সার ও এমওপি সার, এবং ২০০ জন কৃষকের মাঝে তিল বীজ, ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে। সরকারি এই উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ সময় বক্তারা কৃষি খাতের উন্নয়নে সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও কৃষকদের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। এই প্রণোদনা পেয়ে কৃষকরাও সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, সরকারি এই সহায়তা তাদের চাষাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষি উৎপাদন বাড়াতে সহায়তা করবে।