সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ঠা মার্চ) রাতে শান্তিগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনাথপুর গ্রামের তালুকদার গোষ্ঠী ও বড় গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার এবং জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই মঙ্গলবার রাতে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ দু’পক্ষের প্রায় ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সুনামগঞ্জ) চিকিৎসাধীন আছেন। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।