সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন ১নং ইসলাম পুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বনগাঁও উওর পাড়া জামে মসজিদের ইমাম কর্তৃক এই ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়সুত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম মাওলানা শফিকুর রহমান (৪২) দীর্ঘদিন ধরে বনগাঁও (উওর পাড়া) জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বনী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। গত ০৬/০৩/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার উক্ত মসজিদে ইত্তেহাদুল ক্বুররা বাংলাদেশ বোর্ডের তত্বাবধানে কোরআন প্রশিক্ষন চলাকালীন দুপুরের ছুটি ঘোষণা দেন। অন্যান্য শিক্ষার্থীরা চলে গেলেও তিনি ভিকটিম কিশোরী কে উনার খাবারের টিফিনবক্স ধুয়ে দিতে বলেন। একপর্যায়ে টিফিন বক্স নিয়ে ভিক্টিম কিশোরী রুমে প্রবেশ করলে তআকে জোড় পূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের ফুফু সুনারা বেগম (৩০) বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধিত /০৩) এর ৯(১) সহ ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে আসামী মাওলানা শফিকুর রহমান কে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। অপরদিকে ভিকটিম কিশোরীকে মেডিকেল টেষ্টের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (ওসিসি) তে পাটানো হয়েছে।