সুনামগঞ্জ ছাতক উপজেলায় চরমহল্লা ইউনিয়ন পরিষদে ব্রাক কতৃক নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরন শীর্ষক মতবিনিময় ও আলোচনা

সুনামগঞ্জ ছাতক উপজেলায় চরমহল্লা ইউনিয়ন পরিষদে ব্রাক কতৃক নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরন শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।১৩ই নভেম্বর রোজ বুধবার  চরমহল্লা ইউনিয়ন পরিষদের হলরুমে ব্রাক মাইগ্রেশনের কর্মী সাঞ্জিদা বেগমের পরিচালনায় উপস্থিত ছিলেন ট্রেইনার শায়ন রায়,ইউপি সচিব-বকুল মালাকার,ইসলাম উদ্দিন সহকারী শিক্ষক জালালাবাদ উচ্চবিদ্যালয়,ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:আব্দুল মতিন,প্যানেল চেয়ারম্যান নুরমিয়া ইউপি সদস্য-অজিত কুমার দাশ,গিয়াস আহমদ,আখল আলী,নাসির উদ্দিন,হালাল আহমদ, সালহে আহমদ,ইউপি সদস্যা-রিনা বেগম,আনোয়ারা বেগম এবং অনেক বিদেশ ফেরত ও বিদেশগামী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভা শেষে প্রত্যশা(২)এর পরিকল্পনা  বিদেশগামী ব্যক্তিদের সচেতনতা ও বিদেশ ফেরত ব্যাক্তিদের সুরক্ষায় কর্মসংস্থানের আংশিক সাপোর্ট নিয়ে এ বিষয়ে আলোচনা করা হয়।