ব্রিকস ফিল্ডের মাটি বহনকারী ট্র্যাক্টরের চাপায় পিষ্ট হয়ে ছোট ভাই মেহরাজ (৬) নিহত ও বড় ভাই মেহেদী (১৩) আহত হয়েছে। দুর্ঘটনার পর ঐ এলাকার মহিলারা ট্রাক্টরের ড্রাইভার ও হেলপারকে আটক করে সেনবাগ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ট্রাক্টরের ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটে সকাল ১১ টায়, নোয়াখালী সেনবাগ উপজেলার পশ্চিম চাঁদপুর, চাঁদপুর টু হীরাপুর লোকাল সড়কে। ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শনে গেলে সেনবাগ থানার ওসি এস এম মিজানুর রহমান।সকালে দুই ভাই সাইকেল যোগে নানার বাড়ি যাচ্ছিল পথে বিপরিত মুখী মাটি বরাট করা দ্রুতগ্রামী ট্রাক্টর তাদেরকে চাপা দিলে - ৃট্রাক্টরের ধাক্কায় ছোট ভাই মেহরাজ চাকার নিছে পড়ে যায়, ট্রাক্টরের চাকা ছোট ভাইয়ের মাথার উপর দিয়ে চলে যায় , মাথা পিষ্ট হয়ে মাথার মোজগ ও রক্তক্ষরণে ঘটনাস্থলে ছোট মেহরাজ মারা যায়।নিহত মেহরাজ ও আহত মেহদী সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউপির চাঁদপুর খলিফাপাড়ারফজল হ্যাপারী বাড়ির প্রবাসী মো. মাহমুদুল হাসান সবুজের ছেলে।গ্রেপ্তারকৃতরা হলেন- ট্র্যাক্টরের চালক সাব্বিরঘটনাস্থলে হোসেন জনি (২৪), সে দাগুনভুঁইয়া উপজেলার কোরেশমুন্সীর হাট এলাকার আবদুল নবী গ্রামের ইলিয়াছ মেম্বার বাড়ীর জামাল উদ্দিনের ছেলে, অপরদিকে ট্র্যাক্টরের হেরপার মো. রমজান আলী সৈকত (২১), সে সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের মুকবুল আমদদের বাড়ির শহীদ উল্লাহ ছেলে। থানায় মামলা দায়ের পর ট্র্যাক্টরের চালক ও হেলপারকে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ।