নোয়াখালীর সেনবাগে এক বর্নাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে " উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

নোয়াখালীর সেনবাগে এক বর্নাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে  " উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।   ১৫ মার্চ,১৪ রমজান, শনিবার বিকেলে সেনবাগ পৌর শহরের কিং কাবাব এন্ড আমানিয়া রেস্টুরেন্টে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খোন্দকার এর সভাপতিত্বে ও উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনোয়ারুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে  স্বাগত বক্তব্য রাখেন - উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।  আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল , বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল  আবছার, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের, উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ হারুন  ও মাষ্টার মোঃ রফিকুল ইসলাম,সেনবাগ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাখাওয়াত উল্যাহ সহ আরো অনেকে।   এ সময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন - উপজেলা বিএনপির নেতা নুর নবী বাচ্চু, সেনবাগ পল্লী বিদ্যুৎ ডিজিএম মিনারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমদ, উপজেলা আইসিটি অফিসার মোঃ ফারুক হোসাইন, বিএনপি নেতা চন্দন রাজু, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, যুগ্ন সম্পাদক নুর হোসেন সুমন,  সমাজ সেবক  চন্দন হোসেন রাজু,রফিকুল ইসলাম রবি,মোজাম্মেল হক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।   ইফতারের পূর্বাহ্নে দেশ- জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।