নোয়াখালী সেনবাগ উপজেলার ইদিলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও গরীব দুঃখী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।২৫ ডিসেম্বর বুধবার বিকেলে সেনবাগ উপজেলা ৫নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।৫নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: মোকলেছুর রহামনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকাস্হ সেনবাগ জাতীয়বাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক, জাসাস জাতীয় নির্বাহী কমিটি সাবেক প্রচার সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন।ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো: আকরামে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ, ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদল সভাপতি শামসুল হুদা দুলাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন, ৫ নং অর্জুনতলা ইউনিয়ন স্বেচ্ছাসেব দলের সাবেক সভাপতি আব্বাস উদ্দিন মামুন। ৫নং অর্জুনতলা স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদ ভূঁইয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।দুই শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বী দল রাকিব একাদশ বনাম কাশেম একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন প্রধান অতিথি লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন।খেলায় রাকিব একাদশের ৭১ রানে জবাবে কাশেম একাদশ ব্যাট করতে গিয়ে ৭ ওভার ৩ বলে গুটিয়ে পড়ে। রাখিবে একাদশ ৬ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রপিক জিতে নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ বিজয় দলকে অর্থ পুরষ্কার ও গ্রামের অসহায় শিক্ষার্থীদের মাঝে বই,খাতা, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।অনুষ্ঠান শেষে লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন বলেন আমাদের এই ছোট গ্রাম, আমরা যেভাবে একতাবদ্ধ আছি,আমরা এভাবে একতাবদ্ধ থাকতে চাই, প্রত্যেকটা শিশুর হাতে শিক্ষার আলো ধরিয়ে দিতে চাই, এলাকাতে মাদক মুক্ত সমাজ করতে চাই, এবং এলাকার ছেলেরা যেন মাদকে আসক্ত না হতে পারে আমরা প্রতিনিয়ত বিভিন্ন খেলার ইভেন্টের আয়োজন করে থাকি, যারা সমাজটাকে মাদক মুক্ত রাখতে পারি।