স্থানীয় ও গোয়েন্দা সূত্রের প্রাপ্ত তথ্যানুসারে জগদীশপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয় হবিগঞ্জ সেনা ক্যাম্পের অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযান চলাকালীন ২০ কেজি গাজা ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। শফিক ইসলাম কে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি মাধবপুর উপজেলায় দেবপুর গ্রামের মর্তুজ আলীর পুত্র।
সেনাবাহিনীর সুত্রে জানা যায়
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত সকল মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেই সাথে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও নিশ্চিত করেছেন মাধবপুর থানার (তদন্ত) ওসি মোঃ কবির হোসেন।