নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট (বাবু) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৪টায় সৈয়দপুর থানাধীন সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার শহরের মুন্সিপাড়া জাসদ মোড় থেকে তাকে আটক করেন।
মাসুদ রানা পাইলট খাতামধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মা হাজীপাড়ার বাসিন্দা। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমানের ছোট ছেলে। আওয়ামী যুবলীগের খাতামধুপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছিলেন তিনি। তবে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, ডেভিল হান্ট অপারেশনের আওতায় মাসুদ রানা পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল সকালে তাকে নীলফামারী আদালতে পাঠানো হবে।