নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাকে স্বতন্ত্র জাতীয় সংসদীয় আসন ঘোষণার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা শাখা।
শুক্রবার বিকেলে সোনাইমুড়ী বাইপাস চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক জনগণ উপস্থিতি হয়ে প্রধান উপদেষ্টার এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন।
সোনাইমুড়ীর বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার জনগণ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসেন,
সোনাইমুড়ী উপজেলা আমির হানিফ মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আমন্ত্রিত বক্তাগন বলেন, সোনাইমুড়ী নোয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী ও জনবহুল উপজেলা।
১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা পূর্ণাঙ্গ নির্বাচনী আসন হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে। অথচ বর্তমানে সোনাইমুড়ীকে দুটি অংশে বিভক্ত করে অন্য আসনের সঙ্গে সংযুক্ত রাখা হয়েছে। যা স্থানীয় জনগণের সঙ্গে অবিচার। কেননা সোনাইমুড়ীকে দুটি আসনে আংশিক দেয়ার ফলে এই উপজেলার সার্বিক উন্নয়ন ব্যাহত হয়েছে।
সম্প্রতি সোনাইমুড়ী ও বেগমগঞ্জকে একত্র করে নোয়াখালী-২ আসন গঠনের প্রস্তাব জনমনে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে। বক্তারা জোর দিয়ে বলেন, “ভৌগলিক ও সামাজিক দিক বিবেচনায় বেগমগঞ্জের সঙ্গে সোনাইমুড়ীর সংযুক্তি যুক্তিযুক্ত নয়। আমরা এই অবিচারের বিরুদ্ধে সোচ্চার।”
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জানান, এই দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।