নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন সোনাপুর থেকে বাংলাবাজার পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় 'সোনাপুর হতে নোবিপ্রবি (বাংলাবাজার) সড়কাংশ চার লেনে উন্নীতকরণসহ বাংলাবাজার-সুবর্ণচর উপজেলা হেডকোয়ার্টার সড়ক (জেড-১৪৫১) যথাযথ মানে উন্নয়ন' শীর্ষক প্রকল্পের আওতায় ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রস্তুতকরণের অংশ হিসেবে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (EIA) প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হয়।
সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশল বিভাগের প্রতিনিধি এবং উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নোবিপ্রবিকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা বাড়াতে দীর্ঘদিন ধরেই এই সড়ক উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা। এই সভাকে কেন্দ্র করে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।