রংপুরে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর শপথ বাক্যের মধ্য দিয়ে নার্সিং পেশার শিরাবরণ করলেন ৭৫ জন শিক্ষার্থী।সোমবার সকালে স্নেহা নার্সিং কলেজের হলরুমে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ও বিএসসি ইন নার্সিং বেসিক কোর্সের ২০২৩-২০২৪ সেশনের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।শপথ বাক্য পাঠ করান স্নেহা নার্সিং কলেজ এর অধ্যক্ষ মাজেদা খাতুন। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোদক,রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম,সাংবাদিক ও সমাজসেবক বাদশা ওসমানী সহ নানান শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষার্থী দিলিপ রায় বলেন,মহান সৃষ্টিকর্তার পরেই চিকিৎসকদের স্থান। কিন্তু একজন নার্সের হাতে রোগীর সুস্থ হবার বিষয়টি অনেকটাই নির্ভর করে।তাদের সঠিক সেবা প্রদানের মাধ্যমে সুস্থ করে তোলাই আমাদের দায়িত্ব। আরেক শিক্ষার্থী বলেন, ছয়-সাত মাস হলো নার্সিং এ ভর্তি হয়েছি শিরাবরণের মাধ্যমে পরিপূর্ণতা পেলাম নার্সিং জীবনের।শিরাবরণ এমন একটি অনুষ্ঠান যার মাধ্যমে আমরা দায়বদ্ধ হই আমাদের দায়িত্ব পালনে।যে গুরুদায়িত্ব আমাদের মাথায় দেয়া হলো তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম বলেন, চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের আজ শিরাবরণ ও শপথ বাক্য পাঠ করানো হলো আজকে থেকে তাদের নার্সিং জীবন শুরু। জাঁকজমক কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের শিরাবরণ করা হলো, আমি আশা করি তারা ভবিষ্যতে দক্ষ ও স্মার্ট নার্স হয়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত করবে এবং নিরীহ মানুষের পাশে থাকবে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোদক বলেন, এই মহান পেশায় যেসকল নবীন ভর্তি হয়েছেন তাদের কাছে আশা থাকবে শিক্ষা শেষে পেশাকে সোবা হিসেবে বা ব্রত হিসেবে পালন করবেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আপনারা যৌক্তিক সিন্ধান্ত নিয়েছেন।পাশ করার পরে আপনারা আর বসে থাকবেন না।সকলেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ ধরে তার মত হয়ে উঠুন এমনটাই আশা করছি। অনুষ্টানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়,পরে হলরুমে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।