আজ ২৬শে মার্চ, আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই শুভ দিনে আমি গভীর শ্রদ্ধা জানাই সেই সকল বীর শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এই বাংলাদেশ। তাদের অসীম সাহস ও ত্যাগের কথা আমরা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করব। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা সবাচাইতে কঠিন কাজ। ৩০ লক্ষ মা বোনের প্রাণের বিনিময়ে আমাদের বাঙালির মুক্তি মিলেছে। আত্মত্যাগ না করলে বাঙালি মুক্তির পথ দেখতেন না কেনদিনও। বাঙালির আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমদের স্বাধীন ও স্বার্বভৌমত্ব এ বাংলাদেশ।
এই বিশেষ দিনে আমি সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন, আমরা সকলে মিলে দেশ গঠনে ঐক্যবদ্ধ হই এবং দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করি। ভুলে জাই ভেদাভেদ হানহানি কাজ করি আগামীর জন্য একিসাথে একি লগনে।