রাত সাড়ে ১১ টায় খবর আসে নুরুন্নাহারের বসত ঘরে আগুন লেগেছে। মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে যায় সে। কষ্টের উপার্জনের ১ লাখ টাকা ব্যয়ে তৈরী করা নতুন ঘর এবং তিলতিল করে অর্জিত ১ লাখ টাকার ফার্নিচার সহ আসবাব পত্র মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। সকাল ১১.০০ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব মিনহাজ মুর্শিদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও নগদ দশ হাজার টাকা অর্থসহায়তা প্রদান করেন। পরবর্তিতে গৃহ নির্মানের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
রবিবার (১৩ এপ্রিল ) রাতে লংগদু উপজেলার মাইনী মুখ ইউনিয়নের সোনাই ৪ নং ওয়ার্ডের দুই নম্বর ব্লক এলাকার হত দরিদ্র নুরুন্নাহারের বসত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,রাতে শব্দ শুনতে পেলে তারা আগুনের লেলিহান দেখে ঘটনা স্থলে এসে দেখে বসত ঘরে আগুন ঘরের কাছে যাওয়া অসম্ভব দরজা খোলা মনে হলো ঘরের মধ্য খানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসত ঘরের মালিক নুরুন্নাহার বলেন,আমি আর আমার ছেলে আলতাফ মার্কেট একটি মাদ্রাসায় চাকরি করি তাই আমরা বাসায় থাকি কম।
গত পরশু দিন আমরা আলতাফ মার্কেট মাদ্রাসায় চলে গেলে একদিন পরই শুনি আমার ঘরে আগুন লেগেছে আমি এসে দেখি আমার আর কিছুই অবশিষ্ট নেই।
P
আমি কষ্ট করে একটি ছেলে ও একটি মেয়েকে লেখা পড়া করাই পাশাপাশি মানুষের বাসায় কাজ করে অর্জিত টাকা দিয়ে কিছুদিন আগে এই ঘরটি নতুন করে তুলি এবং অনেক কষ্ট করে গরু ছাগল পালন করে তা বিক্রি করে ঘরের জন্য কিছু ফার্নিচার সহ আসবাব পত্র ক্রয় করি। তবে শেষ পর্যন্ত আগুন আমার জীবনের অর্জিত সহায়সম্বল সব কেড়ে নিলো।
তিনি আরও বলেন, আমার পক্ষে আর উঠে দাড়ানো সম্ভব না আল্লাহ আমাকে যা দিয়েছিলেন তা আবার কেড়ে নিলেন। আমি নিরুপায় আমার মত অসহায়দের কঠোর শ্রমের মাধ্যমে অর্জিত সহায়সম্বল আল্লাহ এভাবে কেড়ে নিবে এটা আমার ধারণার বাইরে।
এ বিষয়ে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, এর পরিবারটি আসলেই দরিদ্র তবে এই ঘরের আগুনের ঘটনাটিতে আমি বাকরুদ্ধ। তাই আমার দিক হতে সহযোগিতা থাকবে পাশাপাশি আমি সকলের সহযোগিতা কামনা করছি যাতে এই মহিলা অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি হওয়া বিষয় গুলো পুষিয়ে আসতে পারে।
এবিষয়ে ৪ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রানি বেগম বলেন,ঘটনাটি শোনার পর আমি ঘটনা স্থলে এসে দেখি নুরুন্নাহারের আর কিছুই অবশিষ্ট নেই। আর এই পরিবারের পক্ষে নতুন করে ঘর উঠানো কিংবা সেসকল ফার্নিচার ও আসবাব পত্র সংগ্রহ করা অসম্ভব। আমার ব্যক্তিগত সহোযোগিতা অব্যাহত থাকবে পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি।