আজ হবিগঞ্জ, ০৭ সেপ্টেম্বর ২০২৫:
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস আজ রবিবার (৭ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযানে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্স নবায়ন না করা, মানহীন রিপোর্ট প্রদান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য গ্রহণসহ নানা অসংগতি পাওয়া যায়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে দি জাপান বাংলাদেশ হাসপাতালকে ২০ হাজার টাকা, দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং দি এপোলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও সেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।