হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় আজ ভোরে চোরের ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার বড় ভাইও গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) ভোররাতে শহরের চৌধুরী বাজারের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
নিহতের পরিবারের দাবি, চুরির উদ্দেশ্যে আসা অজ্ঞাত এক বা একাধিক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, আজ ভোর বেলা জনির বাসায় চোর ঢুকে এবং জনি চোরকে ধরে ফেলে। এসময় ২ জনের মধ্যে ধস্তা ধস্তি হয়। এক পর্যায়ে চোর ছুরি দিয়ে জনিকে এলোপাতাড়ি  আঘাত করে। চিৎকার শুনে তার বড় ভাই এবং বাবা আসতে আসতে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্হলেই মারা যায়।
এসময় জনির বড় ভাই চোর'কে আটকানোর সেষ্টা করলে ছুরি দিয়ে তার উপরও হামলা করে এবং পালিয়ে যায়।